খেলা

ডার্বি জিতে ফাইনালে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২২, বুধবার, ১:৪৯ অপরাহ্ন

লাউতারো মার্টিনেজের নৈপুণ্যে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবিন গোজেন্স। ইন্টারের দাপুটে পারফরম্যান্সে পাত্তাই পায়নি এসি মিলান। মঙ্গলবার রাতে সান সিরোয় কোপা ইতালিয়ার সেমির দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয় পায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে পৌঁছে যায় সিমোন ইনজাগির দল।

ইতালিয়ান কাপের পাঁচবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ ফাইনাল খেলে ২০১৮ সালে। সবশেষ শিরোপা স্বাদ পায় ২০০৩ সালে। ২০১১ সালে সবশেষ শিরোপা জেতে প্রতিযোগিতার ৭ বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। সেবারই সবশেষ ফাইনাল খেলেছিল দলটি। অর্থাৎ ১১ বছর পর অষ্টম শিরোপার হাতছানি ইন্টারের সামনে।
হারলেও ম্যাচে দাপট বিস্তার করে এসি মিলান। ৫২ শতাংশ বল দখলে রেখে ১৯টি শটের ৬টি লক্ষ্যে রাখে তারা। অপরদিকে ৪৮ শতাংশ বল দখলে রেখে ১০টি শটের ৪টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় ইন্টার মিলান।
চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। ডান দিক থেকে দারমেইন মাত্তেও’র পাস দারুণ সাইড ভলিতে জাল খুঁজে নেন মার্টিনেজ।
২৮তম মিনিটে ইন্টার গোলরক্ষকের প্রথম পরীক্ষা নেয় এসি মিলান। কিন্তু অলিভার জিরুদের পাস ধরে বক্সের বাইরে থেকে অ্যালেক্সিস সেলমেকার্সের দূরপাল্লার শট রুখে দেন গোলরক্ষক সামির হান্দানোভিচ। ৪০তম মিনিটে রাফায়েল লিওর শট ফিরিয়ে আবারও ইন্টারের ত্রাতা সামির।
পরক্ষণেই ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। হোয়াকিন কোররেয়ার শট মাঝ পথে প্রতিহত করতে চেয়েছিলেন এসি মিলান গোলরক্ষক। কিন্তু চমৎকার ফিনিশিংয়ে তাকে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনেজ।
৬৬তম মিনিটে জালে বল পাঠান এসি মিলানের ইসমাইল বেননাসের। কিন্তু অফসাইডের খড়গে মেলেনি গোল।
৮২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মাত্র ৩ মিনিট আগেই বদলি নামা গোজেন্স। সতীর্থের থ্রু পাস ধরে মার্সেলো ব্রোজোভিচ আড়াআড়ি ক্রস বাড়ান গোজেন্সের দিকে। নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এই জার্মান ফুটবলার।
আগামী ১১ই মে রোমের অলিম্পিকো স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে ইন্টার মিলানের প্রতিপক্ষ কে তা নিশ্চিত হবে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে। প্রথম লেগে ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে জুভেন্টাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status