বিনোদন

আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন রাজু আলীম

স্টাফ রিপোর্টার

২ এপ্রিল ২০২২, শনিবার, ৭:৫৮ অপরাহ্ন

আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২২ পেলেন কবি রাজু আলীম। রাজু আলীমের জন্ম ৫ই মার্চ ১৯৬৮ সালে বাংলাদেশের শরীয়তপুর জেলায়। পেশায় তিনি সাংবাদিক এবং টিভি অনুষ্ঠান নির্মাতা হলেও মনে প্রাণে তিনি একজন কবি। বাংলাভাষা ও সাহিত্য নিয়ে পড়ালেখা শেষ করে দৈনিক ইত্তেফাকে সম্পাদকীয় সহকারী হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি চ্যানেল আই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত। তার প্রকাশিত গ্রন্থ সবার উপরে শরীর সত্য,  দুরন্ত পাখির ঘ্রাণ, অফিস স্পাউস,  সুন্দরী,  প্রজাপতি, ভালোবাসার নীল ময়ূরী, মুক্তিযুদ্ধ ও ভালোবাসার চিত্রনাট্য, নির্বাচিত দুঃখ কষ্ট,  ময়ূরী মুখ, আকাশ জলের প্রেমিক, নির্বাচিত প্রেম, জিরো ফিগার, হৃদয়ে বঙ্গবন্ধু’, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, ভালোবাসার ঘ্রাণ, সুন্দরীতমা,  একশ’ প্রেম, নতুন প্রজন্মের জয়, শেখ হাসিনা সরকার উল্লেখযোগ্য। রাজু আলীমের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ভালোবাসার রাজকন্যা’ দর্শক নন্দিত হয়েছে। অতি শিগগিরই মুক্তি পেতে চলছে ‘ভালোবাসার প্রজাপতি’ নামক চলচ্চিত্র যার প্রযোজনা, পরিচালনা ও চিত্রনায়ক রাজু আলীম। টিভি অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনায়ও প্রশংসিত হয়েছেন তিনি। কবি রাজু আলীম সুনীল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মাননা পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বাচসাস প্রডিউসার অব দ্য ইয়ার পুরস্কার, গাঙচিল সাহিত্য পুরস্কার, সিজেএফবি ক্রিটিক অ্যাওয়ার্ডসহ উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবার আনন্দ আলো পুরস্কারে আরও ভূষিত হয়েছেন কথাসাহিত্যে আনিসুল হক এবং শিশু সাহিত্যে ফারুক হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status