বিনোদন

আলাপন

তাদের নিয়ে মন্তব্য করার সময় আসেনি -শাহনাজ খুশি

মুজাহিদ সামিউল্লাহ

১ এপ্রিল ২০২২, শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন

প্রতিনিয়ত তার ভিন্ন মাত্রার অভিনয় টিভি দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে। বিশেষ করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় নির্মিত নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শাহনাজ খুশি। বিভিন্ন আঞ্চলিক ভাষার নাটক থেকে দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পান? এ প্রসঙ্গে শাহনাজ খুশি বলেন, দারুণ সাড়া পাই। তাদের কাছ থেকে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে গেলে খুব প্রশংসা করেন। আমার যেটুকু জনপ্রিয়তা দর্শকদের ভালবাসার কারণেই। আর আমার সব কিছুর পেছনে রয়েছে আমার পরিবারের সহযোগিতা ও উৎসাহ। আমার জীবনসঙ্গী ও নাট্যকার বৃন্দাবন দাস ও আমার দুই সন্তান দিব্য ও সৌম্য। যখন বাসায় থাকি তখনও শিল্পের সঙ্গে আমার বসবাস। যখন শুটিংয়ে থাকি সেখানেও শিল্পের সঙ্গে সময় কেটে যায় আমার। মেধা-মনন আর বেঁচে থাকার প্রেরণা এ সবকিছুর মূলে রয়েছে অভিনয়।

এখনকার ব্যস্ততা কি নিয়ে আপনার? খুশি বলেন, সত্যি বলতে এখন তো ঈদের নাটকের মৌসুম। আগামী মাসের ৫ তারিখ থেকে বৃন্দাবন দাসের রচনায় ও নির্মাতা সকাল আহমেদের নতুন নাটক ‘করিম এন্ড সন্স’র শুটিংয়ে অংশ নিব। নির্মাতা সালাউদ্দিন লাভলুর নির্দেশনা ও বৃন্দাবন দাসের রচনায় নতুন ধারাবাহিক ‘সন্ডাপান্ডা’ তে অভিনয় করছি। আশা রাখি দর্শক উপভোগ করবেন। এর বাইরে নির্মাতা নাহিদ রিয়াজ রিপনের ধারাবাহিক ‘পাল্টা হওয়া’য় কাজ করেছি। ঈদের জন্য নির্মিত ‘হারাধনের একটি বাগান’ এবং নিয়াজ মাহবুবের নির্দেশনা ও বৃন্দাবন দাসের রচনায় ৭ পর্বের ধারাবাহিক ‘পিকচার ম্যান’ এ অভিনয় করেছি। ৭ পর্বের দুটি খণ্ড নাটকের কাজ শুরু করব সামনে। নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি। অনেকে ওয়েব মাধ্যমে কাজ করছেন। এই জায়গায় আপনার উপস্থিতি নেই কেন? শাহনাজ খুশির উত্তর- প্রথমত ওয়েব মাধ্যমের কনটেন্টগুলো যা নির্মিত হচ্ছে তার প্রত্যেকটি পুরুষকেন্দ্রিক। মানে পুরুষ অভিনেতা কে প্রাধান্য দিয়েই গল্প আবর্তিত হয়। ওয়েবে নারী শিল্পীদের প্রাধান্য খুবই কম।

অবশ্য আমার কাছে কোনো উল্লেখযোগ্য প্রস্তাব আসেনি। আর যা এসেছে সেগুলো আমার অভিনয়ের জায়গা তেমন ছিল না। ভবিষ্যতে যদি ওয়েব মাধ্যমে কাজের প্রস্তাব আসে আর আমার অভিনয়ে নতুন কিছু করার জায়গা থাকে আমাকে দর্শকরা অবশ্যই দেখতে পাবেন। একজন দর্শক হিসেবে আপনার স্বামী নাট্যকার বৃন্দাবন দাসের কাজ কেমন লাগে? আর অভিনেতা হিসেবে আপনার দুই ছেলে কেমন করছে বলে মনে হয়? এ অভিনেত্রী বলেন, এই সময়ে যে কজন নাট্যকার রয়েছেন তাদের মধ্যে বৃন্দাবন দাস উল্লেখযোগ্য। তার নাটক দর্শকরা দারুন উপভোগ করেন। আর দিব্য ও সৌম্য মাত্র অভিনয় শুরু করেছে। তাদের নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। অনেক সাধনা করতে হবে। মা হিসেবে আমার আশীর্বাদ সব সময় থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status