অনলাইন

ক্যান্সারে আক্রান্ত কবি ইমতিয়াজ মাহমুদ

স্টাফ রিপোর্টার

২০২২-০৩-৩১

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কবি ইমতিয়াজ মাহমুদ। চলতি সময়ের জনপ্রিয় এ কবি আজ বৃহস্পতিবার নিজেই ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান। তিনি লেখেন, ক্যান্সারের বিষয়টা ডাক্তার নিশ্চিত করেছেন। কাল সার্জারি।

তার প্রকাশিত বইয়ের মধ্যে অন্ধকারের রোদ্দুরে (২০০০), মৃত্যুর জন্মদাতা (২০০২), সার্কাসের সঙ (২০০৮) ও মানুষ দেখতে কেমন (২০১০) ব্যাপক পাঠক সমাদৃত।

ইমতিয়াজ মাহমুদ গতকাল বুধবার আরেক স্ট্যাটাসে লেখেন, চেন্নাই ডাক্তার দেখাতে এসেছিলাম তিন মাস আগে। নানা ধরনের জটিলতা ছিল। ফুসফুস, হার্ট ইত্যাদি বিষয়ক। এর বাইরে মাইনর একটা সমস্যা ছিল, কণ্ঠস্বরে। কয়েক বছর ধরেই কথা বলতে সমস্যা হচ্ছিল। ভেবেছিলাম, কথা না-বলতে না-বলতে হয়তো এমন হয়েছে। এক সপ্তাহ আগে সিটি স্ক্যান থেকে জানা গেল থাইরয়েডের সমস্যা। তারা বায়োপসি করতে দিলো। রিপোর্টে ক্যান্সারের আশঙ্কা; সার্জারির পরামর্শ।

১৯৮০ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝালকাঠি জেলায় কবি ইমতিয়াজের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status