বিশ্বজমিন

ইমরানের সরকারের বিরুদ্ধে বিদেশী ষড়যন্ত্রের প্রমাণ সম্বলিত চিঠি সাংবাদিকদের কাছে প্রকাশ

মানবজমিন ডেস্ক

৩০ মার্চ ২০২২, বুধবার, ৯:৪৬ অপরাহ্ন

পাকিস্তানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিদেশী ষড়যন্ত্র চলছে বলে গত কয়েকদিন ধরেই অভিযোগ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ২৭শে মার্চ তার দলের পাওয়ার শো’তেও তিনি জানান, তার কাছে বিদেশী ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ রয়েছে। এবার সেই কথিত চিঠি কয়েকজন সিনিয়র সাংবাদিকের কাছে উন্মোচন করা হলো সরকারের তরফ থেকে। এ খবর দিয়েছে ডন।

খবরে জানানো হয়েছে, বুধবার আরশাদ শরিফ, কাশিফ আব্বাসি এবং ইমরান রিয়াজ খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের কাছে এই চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। শরিফ জানিয়েছেন, পিটিআই মন্ত্রী আসাদ উমর তাদের কাছে কিছু তথ্য শেয়ার করেছেন। তবে চিঠিটি বেশ দূর থেকে প্রদর্শন করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যদি ইমরান খানের বিরুদ্ধে নো-কনফিডেন্স সফল হয় তাহলে পাকিস্তানের আন্তর্জাতিক সমস্যা কমিয়ে দেয়া হবে। অত্যন্ত স্পষ্ট হুমকি দেয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এটি আলোচনা করা হয়েছে। এসময় ৫ বা ৬ জন মন্ত্রীর চোখ ভিজে যায়। তবে ইমরান খান জানাননি কোন দেশের তরফ থেকে এই চিঠি এসেছে। চিঠির বিষয়টি সেনা প্রধান এবং ডিজি আইএসআই’র সঙ্গে শেয়ার করা হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status