অনলাইন

কোন 'চমক' দেননি ইমরান খান!

তারিক চয়ন

২৭ মার্চ ২০২২, রবিবার, ১০:২৩ অপরাহ্ন

পাকিস্তানের রাজনীতিতে স্মরণকালের মধ্যে সবচেয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সরাতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্থাব নিয়ে উত্তেজনার মধ্যেই আজ রবিবার (২৭ মার্চ) রাতে রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে দেশটির ক্ষমতাসীন (ইমরানের) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিজেদের শক্তি প্রদর্শনে বিশাল জনসভার আয়োজন করে।

সেখানে ভাষণে ইমরান খান বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেও কোন ধরনের 'সারপ্রাইজ' বা চমক উপহার দেননি। যদিও গত বুধবার (২৩ মার্চ) বিরোধীদের বিরুদ্ধে ‘অনাস্থা ম্যাচে’ জয়ী হবেন, এমন আত্মবিশ্বাস ব্যক্ত করে ইমরান খান বলেছিলেন, "বিরোধীরা তাদের হাতের সব কার্ড দেখিয়ে শেষ করে ফেলেছে। এখন তারা আমার কাছ থেকে বিশাল একটা চমক দেখতে পাবেন।"

ইমরান খান যে তার ভাষণে কোন চমক উপহার দেন নি, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন। পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর টুইট করেছেনঃ

"পিটিআই এর ইমরান খানের কাছ থেকে কোন চমক আসেনি। তিনি ২০১৪ সালেও একই ধরণের বক্তৃতা করতেন এবং সেগুলোতেও চমকে দেওয়ার মতো কিছু ছিল না। আমরা কয়েক দিন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম যে ২৭ শে মার্চে কোনও চমক থাকবে না।"

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান রবিবার রাতেই এক টুইটবার্তায় লিখেছেনঃ

"এখনও (ইমরান) খানের বক্তব্যে ‘গুরুত্বপূর্ণ চমক’-এর জন্য অপেক্ষা করছি। তাকে ক্ষমতাচ্যুত করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলা হয় নি। তার সরকার কয়েক সপ্তাহ ধরে ওই দাবি করে আসছে। সত্যিই আমি আশা করছি তিনি বিষয়টা উল্লেখ করবেন।"

যদিও পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা 'দ্য ডন' এর অনলাইনে রবিবার রাতে বলা হয়েছে, জনসভায় প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন যে তার সরকারের পতন ঘটানোর জন্য 'বিদেশী অর্থায়নে ষড়যন্ত্র' এর লিখিত প্রমাণ রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status