বিশ্বজমিন

ইউক্রেন ইস্যুতে পদত্যাগ করলেন পুতিনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা চুবাইস

মানবজমিন ডেস্ক

২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আনাতোলি চুবাইস। একইসঙ্গে তিনি রাশিয়া ছেড়েছেন বলেও খবর পাওয়া গেছে। টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রধান দূত হিসেবে কাজ করতেন তিনি। ক্রেমলিনের তরফ থেকে বুধবার তার পদত্যাগের খবর নিশ্চিত করা হয়। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে জানানো হয়, ইউক্রেনে পুতিন যে যুদ্ধ শুরু করেছেন তার বিরোধীতা থেকেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেন চুবাইস। প্রথমে এই রিপোর্ট প্রকাশ করে ব্লুমবার্গ, দুই সূত্রের বরাত দিয়ে তারাই প্রথম পদত্যাগের কারণ জানায়। ধারণা করা হচ্ছে, চুবাইস এখন তুরস্কে রয়েছেন। সেখানকার স্থানীয় সংবাদপত্র কমেরসান্ট একটি ক্যাশপয়েন্টে থাকা এক ব্যাক্তির ছবি প্রকাশ করেছে, যিনি দেখতে চুবাইসের মতো। গত সপ্তাহে ইস্তাম্বুলেও তাকে দেখা গেছে বলে ধারণা করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, চুবাইস সরকার থেকে পদত্যাগ করেছে। কিন্তু তিনি রাশিয়ায় আছেন নাকি দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি। পেসকভ বলেন, হ্যা চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি দেশে থাকবেন না চলে যাবেন তা পুরোপুরি তার বিষয়।

চুবাইস সরাসরি সরকারের মধ্যে প্রভাবশালী কোনো সদস্য ছিলেন না। এমনকি তিনি রাশিয়ার নিরাপত্তা সম্পর্কিত কোনো দায়িত্বেও ছিলেন না। কিন্তু এই সরকারি কর্মকর্তা রাশিয়ানদের মধ্যে পরিচিত ছিলেন। বেশিরভাগ রুশই তার নামটি জানেন। ১৯৯০ এর দশকে রাশিয়া যে বিতর্কিত ‘বেসরকারিকরণ পরিকল্পনা’ প্রণয়ন করেছিল তার আসল কারিগর ছিলেন এই চুবাইস। এই পরিকল্পনার মধ্য দিয়েই সোভিয়েত রীতি ভেঙে মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশ করে রাশিয়া। আবার এর মাধ্যমেই রাশিয়ার কিছু নির্দিষ্ট মানুষ ব্যাপক সম্পদের মালিক হয়ে ওঠেন।

বরিস ইয়েলতসিনের সময়ে চুবাইস ছিলেন তার চিফ অব স্টাফ। ১৯৯৭ সালে তার পরামর্শেই ক্রেমলিনে প্রথম পদ পেয়েছিলেন ভ্লাদিমির পুতিন। তাকে করা হয়েছিল ডেপুটি চিফ অব দ্যা প্রেসিডেনশিয়াল স্টাফ। সেখান থেকেই পরে রাশিয়ার ক্ষমতায় আসেন পুতিন। পুতিনের সময়েও ২০০০ সাল থেকে পদত্যাগের আগ পর্যন্ত বিভিন্ন দপ্তর সামলেছেন চুবাইস।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status