অনলাইন

ইমরান খান অনাস্থা ভোটে হারলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন?

মানবজমিন ডিজিটাল

২০২২-০৩-২৩

তেহরিক-ই-ইনসাফের অভ্যন্তরীণ বিদ্রোহ মাথাচাড়া দেবার পর এবং দলের বেশ কয়েকজন সদস্য পিটিআই ত্যাগ করে বিরোধী দলে যোগ দেবার পর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার আগামী ২৫ মার্চ ইসলামাবাদ সংসদের নিম্নকক্ষে অধিবেশন ডেকেছেন। যেখানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ফয়সালা হবে। নয় সদস্যের বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এবং পাকিস্তান পিপল পার্টি (পিপিপি) ৮ মার্চ ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছিল। ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে, পিটিআই এর সদস্য ১৫৫ এবং অন্য ছয়টি দলের ২৩ সদস্যের সমর্থন রয়েছে। অনাস্থা ভোটের জন্য কমপক্ষে ১৭২ সদস্যের মত প্রয়োজন। ইউরোপীয় টাইমস জানিয়েছে, পিটিআই এর নিজস্ব ২৪ জন সদস্য ভিন্নমতাবলম্বী হয়ে উঠলে, পিটিআই-এর পর্যাপ্ত সংখ্যা অর্জনের কাজটি আরও কঠিন হয়ে উঠবে।

খান অনাস্থা ভোটে ব্যর্থ হলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন?

যদিও ইমরান খান এই সংকট থেকে বাঁচার বিষয়ে আত্মবিশ্বাসী, তবুও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ইতিমধ্যেই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য তার দলের প্রধান শেহবাজ শরিফের নাম এগিয়ে দিয়েছে। সোমবার, পিএমএল-এন-এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ বলেছেন যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত বিরোধীরা নেবে এবং তার দল ইমরান খানের স্থলাভিষিক্ত হিসাবে শাহবাজ শরীফকে মনোনীত করবে। মরিয়ম নওয়াজ ট্রিবিউনকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, "ইমরান খান! আপনার খেলা শেষ।" তিনি আরও দাবি করেছেন যে ইমরান খানের দল ইতিমধ্যে ভেঙে গেছে। পিএমএল-এন সহ-সভাপতির মতে, ''প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যেই বুঝতে পারছেন কেউ তাঁকে বাঁচাতে আসবে না। ইমরান খান বিশ্বাস করেন যে তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, কিন্তু তিনি নিজের বিরুদ্ধেই নিজেই ষড়যন্ত্র করছেন। তিনি যদি তার দায়িত্ব পালন করতেন, তাহলে দশ লাখ মানুষকে একত্রিত করার কোনো কারণ থাকত না।'' এদিকে খান বিরোধীদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমতা থেকে উৎখাত হলে তিনি তাদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবেন। তার পক্ষে যেটুকু সমর্থন অবশিষ্ট আছে তা একত্রিত করতে ২৭ মার্চ রাজধানীতে সমাবেশের আহ্বান জানিয়েছেন ইমরান। কিন্তু স্পষ্টতই, ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্র: www.oneindia.com
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status