বিশ্বজমিন

চীনে বিধ্বস্ত হওয়া বিমানের ১৩২ যাত্রীর কেউ বেঁচে নেই

মানবজমিন ডেস্ক

২৩ মার্চ ২০২২, বুধবার, ১০:৪৩ পূর্বাহ্ন

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর উঝুয়োতে বিধ্বস্ত হওয়া বিমানের ১৩২ যাত্রীর কেউ বেঁচে নেই। তদন্তকারী কর্মকর্তারা বিমানের ধ্বংসাবশেষ পেলেও এর ব্ল্যাক বক্সের হদীস পাওয়া যায়নি। ফলে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়লো তা জানা প্রায় অসম্ভব হয়ে গেলো। এ খবর দিয়েছে এশিয়াওয়ান।

খবরে জানানো হয়, গত সোমবার চীনের টেং কাউন্টিতে বনের মধ্যে আছড়ে পড়ে বিমানটি। দুইদিন অনুসন্ধানের পর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির যাত্রীদের কেউ বেঁচে নেই। চীনের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএসি-এর পরিচালক ঝু তাও জানান, বিমানটি ভয়াবহভাবে ধ্বংস হয়েছে। এরফলে তদন্ত কঠিন হয়ে গেছে। তারপরেও তদন্ত চলছে কিন্তু কীভাবে বিমানটি ধ্বংস হলো তা জানা অসম্ভব মনে হচ্ছে। তিনি আরও জানান, তদন্তকারী দল সকল প্রমাণাদি সংগ্রহ করবে এবং বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করবে। এরপর বিশ্লেষণের পর বের করার চেষ্টা করবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছিল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status