অনলাইন

তেঁতুলিয়া থেকে হেঁটে টেকনাফে যুবক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

২২ মার্চ ২০২২, মঙ্গলবার, ১১:০৮ পূর্বাহ্ন

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর চাই’- এই স্লোগানে ১০০৪ কিলোমিটার পায়ে হেঁটে টেকনাফে পৌঁছালেন এক যুবক। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার রাধানগর এলাকার মোকছেদ আলীর পুত্র মিজানুর রহমান।
গত ২১ই ফেব্রুয়ারি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে হেঁটে রওনা দিয়ে গত ১৯শে মার্চ টেকনাফের শাহপরীরদ্বীপে পৌঁছেন। এরমধ্যে বিভিন্ন জেলায় ধাপে ধাপে ৮ দিন বিশ্রাম নিয়ে পুনরায় হাঁটা শুরু করেন। মোট ১৯ দিন হেঁটে তিনি টেকনাফের শাহপরীরদ্বীপে পৌঁছেন।

এর মধ্যে টানা ২৪ ঘন্টাও হেঁটেছিলেন দুইবার। চলতে হয়েছে চৌদ্দটি জেলার উপর দিয়ে। মিজান জানান, স্ব-প্রণোদিত হয়ে 'ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর চাই’ এই স্লোগানে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে হাঁটা শুরু করেন। দেশের ৬৪ জেলা ভ্রমণ করার ইচ্ছে থেকেই পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা অর্জনের জন্যে বের হন। এসময় দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

তিনি আরো জানান, এই উনিশ দিনে দিনাজপুর ও কুমিল্লা জেলায় টানা ২৪ ঘণ্টা রাত-দিন না ঘুমিয়ে হাঁটেন। অন্যান্য দিন গড়ে ৪৫-৫০ কিলোমিটার হেঁটেছেন। বিভিন্ন জেলায় পরিচিত ও বন্ধুদের বাসায় রাতযাপন করেছেন। খাবার বেশির ভাগ হোটেলে খাওয়া হয়েছে।

পায়ে হেঁটে ভ্রমণকালীন স্লোগান হিসেবে ছিল 'ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড কার্যকর চাই, কারিগরি শিক্ষা গ্রহণ করি বেকারত্ব দূর করি, রক্ত দান করুন অন্যের প্রাণ বাঁচাতে সাহায্য করুন’।
এসময় বগুড়া জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী শীতে পায়ে হেঁটে ৬৪ জেলায় যাওয়ার ইচ্ছে রয়েছে তার। এছাড়াও জীবনে সবচেয়ে বড় আশা পায়ে হেঁটে বাংলাদেশ থেকে হজ্বে যাওয়া।

চলার পথে যারা সাহস ও ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, গত ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status