শেষের পাতা

সালমান এফ রহমানকে মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২০২২-০৩-১০

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশেষ ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। বুধবার  নবাবগঞ্জের আবদুল ওয়াসেক মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এ ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশিদ ধন্যবাদ জানান। তারা নবাবগঞ্জের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন- সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জকে আধুনিক মডেল উপ-শহর হিসেবে গড়ে তুলতে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়িত হলে পাল্টে যাবে দোহার-নবাবগঞ্জের চেহারা। উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাহউদ্দিন মনজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক। উপজেলা কৃষি অফিসার নাহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী। সভায় উপজেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ, আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status