বিশ্বজমিন

এই যুদ্ধে ইউক্রেন জয় পেতে পারে বলে বিশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মানবজমিন ডেস্ক

৫ মার্চ ২০২২, শনিবার, ১০:৫৫ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশার কথা শোনান। এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা বলতে না পারলেও তিনি বলেন, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের জনগনের অসাধারণ প্রতিরোধের প্রশংসা করেন। বলেন, মস্কো যদি কোনো ভাবে ইউক্রেনের সরকারকে উৎখাত করে নিজের পুতুল সরকারকে ক্ষমতায় বসায় তাহলেও সারে চার কোটি ইউক্রেনীয় কখনো সেই সরকারকে মেনে নেবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরিকল্পনা করেছিলেন, এই যুদ্ধ এরইমধ্যে তার ধারনার বাইরে চলে গেছে।

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ব্লিংকেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তার সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির কূটনৈতিক রিপোর্টার জেমস ল্যান্ডালে। এতে ব্লিনকেন বলেন, ইউক্রেনকে সহযোগিতার জন্য সবকিছু করতে প্রস্তুত আন্তর্জাতিক সম্প্রদায়। একইসঙ্গে পুতিনের শুরু করা এই যুদ্ধ বন্ধে রাশিয়ার উপরে চাপ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এসময় তাকে প্রশ্ন করা হয়, এই যুদ্ধে ইউক্রেনীয়রা কি জয় পাবে? এর উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো না কখনো অবশ্যই জয় পাবে। আমি বলতে পারছি না এই জয়ের জন্য কত সময় লাগবে। তবে রাশিয়া এই সারে ৪ কোটি ইউক্রেনীয়কে ‘বশীভূত’ করতে পারবে না।

সাক্ষাৎকারে রাশিয়ার হামলা নিয়ে উদ্বেগ জানান ব্লিনকেন। বলেন, রাশিয়ার বাহিনী ‘বর্বর’ পদ্ধতিতে ইউক্রেনের নাগরিকদের উপরে হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের মানুষ ভয়ঙ্করভাবে ভুগছে। তিনি বলেন, আমরা দেখেছি রাশিয়া এমন সব স্থাপনায় হামলা চালিয়েছে যা ইউক্রেনের নাগরিকদের বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহ করতো। দুঃখজনকভাবে পুতিনের অধীনে রাশিয়া এই পদ্ধতিই ব্যবহার করছে। আমরা সামনের দিনগুলোতে রাশিয়ার থেকে এমন আরও আচরণ দেখতে পাবো।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status