প্রথম পাতা

এই লিটনকেই চায় বাংলাদেশ

আরিফুর রহমান

২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার, ৯:৩০ অপরাহ্ন

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারাতে অভাবনীয় কিছু করে দেখাতে হয়েছিল বাংলাদেশকে। তবে চট্টগ্রামে গতকাল দ্বিতীয় ম্যাচে সফরকারীদের পাত্তাই দিলো না টাইগাররা। ব্যাটে-বলে আফগানদের ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে তামিম ইকবালের দল। আর ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লীগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ হার নিয়ে বাংলাদেশের সংগ্রহ কাঁটায় কাঁটায় ১০০ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা ইংলিশদের সংগ্রহ ৯৫ পয়েন্ট।
আগের ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা এবার ভুলিয়ে দিয়েছেন লিটন দাস-মুশফিকুর রহীম। তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়ে বাংলাদেশকে এনে দেন ৩০৬ রানের বড় সংগ্রহ। এরপর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে জয়টা ধরা দিয়েছে সহজেই। ২৯ বল বাকি থাকতেই ২১৮ রানে অলআউট আফগানিস্তান। দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেন ৪ আফগান ব্যাটার। সর্বোচ্চ ৫৪ রান পাঁচে নামা নাজিবউল্লাহ জাদরানের। ওপেনার রহমত শাহ করেন ৫২। নাজিব-রহমত দু’জনের উইকেটই নিয়েছেন তাসকিন। ম্যাচে বাংলাদেশের সেরা বোলার তিনি। ১০ ওভারের স্পেলে ২ মেডেনসহ ৩১ রানে ২ উইকেট শিকার এ পেসারের। সাকিব আল হাসান ৩৮ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের শিকার একটি করে উইকেট।
আফগান শিবিরে প্রথম ধাক্কাটা দেন আফিফ। দলীয় ৯ রানে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে রিয়াজ হাসানকে সাজঘরে ফেরান রানআউট করে। এরপর স্কোরবোর্ডে ৭ রান যোগ না করতেই আফগানিস্তান হারায় অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদী (৫)কে । তার উইকেট নেন তরুণ বাঁহাতি পেসার শহীফুল। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানরা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল রহমত-নাজিবের জুটিতে। এতে দুশ্চিন্তা জাগে টাইগার শিবিরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতেই প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখেছিলেন আফিফ-মিরাজ। ২১৫ রানের জবাবে ৪৫ রানেই শুরুর ৬ ব্যাটার হারিয়ে ফেলা বাংলাদেশ জেতে তাদের বিশ্ব রেকর্ডগড়া এক জুটিতে। তবে রহমত-নাজিব জুটিকে বিপজ্জনক হয়ে উঠতে দেননি তাসকিন। দলীয় ১২৩ রানে রহমতকে সরাসরি বোল্ড করে তিনি ভাঙেন জুটি। এরপর দলীয় ১৪০ রানে নাজিবউল্লাহকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানান তাসকিন। ১১ রানের ব্যবধানে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে আফগানদের জয়ের আশা কার্যত শেষ করে দেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার এর আগে তুলে নিয়েছিলেন চারে নামা আজমতউল্লাহ ওমরজাইয়ের উইকেটও (৯)। শেষদিকে মোহাম্মদ নবীর ৩২ এবং রশিদ খানের ২৯ রানের ইনিংসে আফগানদের হারের ব্যবধানই কমিয়েছে কেবল।
দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ওপেনার লিটন কুমার দাস হন ম্যাচসেরা। ১২৬ বলে খেলেছেন ১৩৬ রানের ইনিংস। ১৬ চারের সঙ্গে ছক্কা ২টি। উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহীমের অবদান ৯৩ বলে ৮৬ রান। চার মেরেছেন ৯টি। তৃতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েন তারা। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। দলীয় ৩৮ রানে বাংলাদেশ হারায় অধিনায়ক তামিম ইকবালকে। ২৪ বলে ১২ রান করে ফজলহক ফারুকীর এলবিডব্লুর ফাঁদে পড়েন তামিম। তিনে নামা সাকিব থিতু হয়েও খেলতে পারেননি বড় ইনিংস। দলীয় ৮৩ রানে রশিদ খানের বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাজঘরে। ৩৬ বলে ২ বাউন্ডারিতে সাকিবের সংগ্রহ ২০ রান। সেখান থেকে মুশফিকের সঙ্গে জুটি গড়ে ২৮৫ রান পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যান লিটন। পথে পূর্ণ করেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। ফরিদ আহমদের করা ৪৭তম ওভারে পরপর দুই বলে বিদায় নেন লিটন ও মুশফিক। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের ৯ বলে ৬ এবং আফিফ হোসেন ধ্রুব’র ১২ বলে ১৩ রানের সুবাদে ৩শ’ পেরোয় বাংলাদেশ। আফগানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ফরিদ আহমদ। সোমবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ, ব্যাটিং
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৪ (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, রিয়াদ ৬*, আফিফ ১৩*; ফরিদ আহমদ ২/৫৬)
আফগানিস্তান: ৪৫.১ ওভারে ২১৮ (রহমত ৫২, নাজিব ৫৪, নবী ৩২, তাসকিন ২/৩১, সাকিব ২/৩৮)
ফল: বাংলাদেশ ৮৮ রানে জয়ী
ম্যাচসেরা: লিটন দাস
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status