খেলা

চ্যাম্পিয়নস লীগ

ইন্টারের মাঠে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

আফকন দুঃখ ভুলতে আগেভাগেই অ্যানফিল্ডে ফেরেন মোহাম্মদ সালাহ। আফ্রিকার মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের রানারআপ অধিনায়ক লিভারপুলের সবশেষ দুম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। অবশেষে স্বরূপে ধরা দিলেন সালাহ। করলেন একটি গোল। সালাহর আগে লক্ষ্যভেদ করেন রবার্তো ফিরমিনো। দুই তারকার নৈপুণ্যে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানকে হারায় লিভারপুল। বুধবার রাতে সান সিরোয় হওয়া ম্যাচে ২-০ গোলের জয় পায় অলরেডরা।

ইন্টার মিলানের মাঠে গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে লিভারপুল। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৩টি শটের ২টি লক্ষ্যে রাখে সফরকারীরা। ৪৬ শতাংশ বল দখলে রাখা ইন্টার ৯টি শটের কোনোটিই রাখতে পারেনি লক্ষ্যে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় লিভারপুল। তবে সপ্তম মিনিটে ডি-বক্সে বল পেয়েও হতাশ করেন সালাহ।

৪০তম মিনিটে সুযোগ আসে লাউতারো মার্টিনেজের সামনে। তবে শট নিতে একটু বিলম্ব করে ফেলেন তিনি। দ্রুত এগিয়ে এসে বল ক্লেয়ার করেন অ্যান্ডি রবার্টসন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিভারপুলকে চেপে ধরে ৬০তম মিনিটে গোল পায় ইন্টার। কিন্তু এডিন জেকো অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি। ৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো। ৮৩তম ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে গোলের জন্য শট নেন মিশরীয় স্ট্রাইকার। ইন্টারের এক জনের গায়ে লেগে একটু দিক পাল্টে বল জড়ায় জালে।

প্রথম লেগ জয়ে শেষ আটের দৌড়ে এগিয়ে গেলো লিভারপুল। আগামী ৮ই মার্চ অ্যানফিল্ডে হবে দ্বিতীয় লেগের খেলা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status