বিশ্বজমিন

এক দশক পর আরব আমিরাত সফরে এরদোগান

মানবজমিন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২২, সোমবার, ৬:১৫ অপরাহ্ন

প্রায় এক দশক পর সংযুক্ত আরব আমিরাত সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। সোমবার তিনি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর থেকে উপমহাসগরীয় দেশটির উদ্দেশ্যে রওনা দেন। আঞ্চলিক নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক দূরত্বের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সফরের মধ্য দিয়ে সেই দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করবেন তুর্কি প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে ফ্রান্স২৪।

খবরে জানানো হয়েছে, লিবিয়ায় চলমান গৃহযুদ্ধে বিপরীত দুই পক্ষকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও আরব আমিরাত। এছাড়া পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরে গ্যাস অন্বেষণ ইস্যুতেও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে গত বছরের নভেম্বরে তুরস্ক সফরে যান আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ। এটি ছিল ২০১২ সালের পর প্রথম কোনো হাই-লেভেল সফর। এরপরই দুই দেশের মধ্যেকার উত্তেজনা কমতে শুরু করে।

সোমবার ইস্তাম্বুলে বিমানে ওঠার আগে সাংবাদিকদের এরদোগান বলেন, এই সফর হতে যাচ্ছে দুই দেশের মধ্যেকার সম্পর্কের নতুন যুগ। আমরা এই সম্পর্ককে সেখানেই নিয়ে যেতে চাই যেখানে এটি থাকার কথা ছিল। তুরস্ক ও আরব আমিরাতের মধ্যেকার আলোচনা ও সহযোগিতামূলক সম্পর্ক এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status