বিনোদন

আলাপন

সময়ের পরিবর্তনকে অস্বীকার করা যায় না -মিরানা জামান

মুজাহিদ সামিউল্লাহ

১৪ ফেব্রুয়ারি ২০২২, সোমবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বৃটিশ, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন আমলের জীবনযাত্রা দেখার সৌভাগ্য হয়েছে প্রবীণ অভিনেত্রী মিরানা জামানের। বর্তমানে ৮৫ বছর পার করছেন তিনি। দীর্ঘদিন তার অভিনয় অঙ্গনে উপস্থিতি নেই বললেই চলে। সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এই বর্ষীয়ান অভিনেত্রী ভোট দিতে এসেছিলেন এফডিসিতে। বয়সের ভারে ন্যুব্জ এই অভিনেত্রী সহকর্মীর কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।

বর্তমানে কেমন আছেন?মিরানা জামান বলেন, আল্লাহ পাকের লাখো শোকরিয়া এই বয়সে ভালো রেখেছেন। যদিও মাঝে মাঝে বার্ধক্যের কারণে স্বাভাবিক উপসর্গগুলো আমাকে ভোগায়। বৃটিশ, পাকিস্তান ও বাংলাদেশ- তিন শাসনামলই আপনি দেখেছেন? কোন সময়টা বেশি উপভোগ করেছেন?

গুণী এই অভিনেত্রী গর্ব করে উচ্চারণ করলেন, অবশ্যই স্বাধীন বাংলাদেশের শাসনামল। প্রতিটি ব্যক্তির জীবনে স্বাধীনতা যে কত মূল্যবান এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অনুভবে এর মর্ম, মর্যাদা বোঝা যায়। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বেজে উঠলে সত্যিই ফেলে আসা জীবনের দুঃখ, কষ্ট, বেদনা সব নিমিষেই ভুলে যাই। এই সঙ্গীতের প্রতিটি লাইনই আমাদের উজ্জীবিত করে। ১৯৬৮ থেকে ২০১৩- দীর্ঘদিন বেতার-টেলিভিশন ও চলচ্চিত্রে আপনার অভিনয়ের বিরামহীন ছুটে চলা। তারপর বার্ধক্য, করোনা মহামারি ও সিনেমা শিল্পের ধস আপনাকে ভাবায় কি? এ অভিনেত্রী বলেন, সময়ের পরিবর্তনকে অস্বীকার করা যায় না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই জীবন। কিন্তু প্রতিটি যুগের একটা ভালো-মন্দ দিক থাকে। তারুণ্যের জোয়ার বলে একটা কথা থাকে। নাটক, সিনেমা আগে যেভাবে মায়া-মমতা, ভালোবাসা দিয়ে তৈরি হতো সময়ের ব্যবধানে তা বিলীন হয়ে গেছে। শিল্পের চেয়ে অর্থের মোহ আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে গ্রাস করেছে। ইচ্ছে কী হয় আপনার অভিনয়ে ফিরতে? মিরানা জামানের উত্তর-প্রকৃত শিল্পীর ক্ষুধা থাকে তার অভিনয় জগতকে ঘিরে। আমিও ব্যতিক্রম নই। অবশ্যই ইচ্ছে করে অভিনয় করতে। কিন্তু বার্ধক্য দেয়াল তৈরি করে দিয়েছে। বিশেষ করে করোনা আমাকে ঘরবন্দি করে দিয়েছে। পুরনো সহকর্মীদের সঙ্গে কী যোগাযোগ রয়েছে? তিনি বলেন, সবাই যার যার জীবনযুদ্ধ নিয়ে ব্যস্ত সময় পার করছে। মাঝে মাঝে শর্মিলী আহমেদ ফোনে ভালোমন্দ খোঁজখবর নেয়। শিল্পী সমিতির নির্বাচনে এসে পুরনো সহকর্মীদের সঙ্গে কী দেখা হয়েছে? এ অভিনেত্রী বলেন, আমার সমসাময়িক অনেকেই তো বেঁচে নেই। জানিনা আবার কবে এফডিসিতে আসতে পারবো!
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status