বাংলারজমিন

সিলেটে আল্লামা হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২২-০২-০৯

সিলেটের প্রখ্যাত আলেম ও শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমানের জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। গতকাল বিকাল ৩টায় জকিগঞ্জের থানাবাজার সংলগ্ন উত্তর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে লোকজন গিয়ে তার জানাজায় অংশ নেন। গতকাল আলেমে দ্বীন, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মারা যান। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জের বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সবার কাছে ‘মুহাদ্দিস ছাহেব’ নামে খ্যাত শাইখুল হাদীস আল্লামা হাবিবুর রহমান জকিগঞ্জের রারাই গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা এলাকার খ্যাতিমান আলিমে দ্বীন মরহুম মাওলানা মুমতায আলী ও মাতা মরহুমা আমিনা খাতুন। ৭ ভাই ও ১ বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি ইছামতি দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালের ৩১শে ডিসেম্বর নিয়মতান্ত্রিকভাবে অবসর গ্রহণ করেন। তার দীর্ঘ পরিশ্রম ও একান্ত প্রচেষ্টায় ইছামতি মাদ্রাসা পূর্ব সিলেটের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তার একক প্রচেষ্টায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। অর্ধ শতাব্দীরও অধিককাল ধরে ইলমে হাদীসের খেদমতে নিয়োজিত এ মনীষী অধ্যাপনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে কোরআন-হাদীসের শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশ-বিদেশে বিভিন্ন মাহফিলে বয়ান পেশ করতেন। জীবদ্দশায় কিছুদিন তিনি আরব আমিরাতে বিচারের দায়িত্ব পালন করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status