খেলা

৪০২ দিন পর মাঠে ফিরছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ১২:২৩ অপরাহ্ন

বাংলাদেশের সফলতম ওয়ানডে ক্রিকেটার। নামের পেছনে রয়েছে সাংসদের তকমাও। চোট সমস্যা এবং নানা জটিলতায় দীর্ঘদিন ধরে বাইশ গজের বাইরে মাশরাফি বিন মুর্তজা। দিনের হিসাবে টাইগার পেসারের মাঠের বাইরে থাকার সংখ্যাটা ৪০২। অবশেষে বল হাতে ফিরছেন মাশরাফি। মিনিস্টার গ্রুপ ঢাকার জার্সিতে আজ মাঠে নামবেন তিনি। নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে আজ দুপুর ১২:৩০টায় মাঠে নামবে ঢাকা।

মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ১৮ই ডিসেম্বর, বঙ্গবন্ধু কাপে। এবারের বিপিএলে চোটের কারণে ঢাকার হয়ে প্রথম তিন ম্যাচে তাকে দেখা যায়নি।
এর আগেও এমন লম্বা বিরতি ছিল, ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন ছিলেন মাঠের বাইরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status