খেলা

৪৮ ঘণ্টার বিশ্রামে আন্দ্রে ফ্লেচার

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ১১:৫৪ পূর্বাহ্ন

মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়ে বিপিএল মিশন শুরু করে খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ২৫ রানে হেরে যায় দলটি। ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন খুলনার ওপেনার আন্দ্রে ফ্লেচার। বলের আঘাতে তাৎক্ষণিক মাঠ ছাড়তে হয় ওয়েস্ট ইন্ডিজ তারকাকে। হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে খুলনার জন্য সুসংবাদ, গুরুতর কিছু হয়নি ফ্লেচারের। তার স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ৪৮ ঘণ্টার বিশ্রামে থাকতে হবে ফ্লেচারকে।
গতকাল বিপিএলের ম্যাচে খুলনাকে ১৯১ রানের টার্গেট দেয় চট্টগ্রাম। ১২ বলে ১৬ রান নিয়ে ভালোই শুরু করেন খুলনার ওপেনার আন্দ্রে ফ্লেচার। তবে রেজাউর রহমান রাজার বল খেলতে গিয়ে কাঁধে আঘাত পান এই ক্যারিবিয়ান তারকা। লুটিয়ে পড়েন মাটিতে। মেডিকেল টিম তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ফ্লেচারকে।
খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট জানায়, ফ্লেচারের এমআরই রিপোর্ট ভালো এসেছে। অর্থোপেডিক ও নিউরো চিকিৎসকরা জানিয়েছে, তাকে নিয়ে কোনো শঙ্কা নেই। তাকে আগামী ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে।’
গতকাল রেজাউর রহমান রাজার করা সপ্তম ওভারে চোট পান ফ্লেচার। শুরুতে মনে হয়েছিল ফ্লেচারের গলায় বা ঘাড়ে আঘাত লেগেছে। এরপর খুলনার পক্ষ থেকে জানানো হয় আঘাতটি লেগেছে কাঁধে।
খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলে, ‘চ্যালেঞ্জার্সের বিপক্ষে কাঁধে চোট পেয়েছেন ফ্লেচার। মেডিকেল টিমের তত্ত্বাবধানে সে মাঠ ছাড়লেও তার অবস্থা স্থিতিশীল। তার আরো কিছু পরীক্ষা করা হবে।’
আগামী ২৮শে জানুয়ারি খুলনার তৃতীয় ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেই। সে ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে ফ্লেচারের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status