কলকাতা কথকতা
কলকাতা কথকতা
কলকাতায় ফের পর্নোগ্রাফি চক্র
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ১১:৪৫ পূর্বাহ্ন

আবার রাজারহাট নিউটাউন। আবার পর্নোগ্রাফি চক্র। শোভাবাজারের যুবক রাজদীপ হাজরার অভিযোগে রাজারহাটের নাসিম আখতার নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে পর্দা ফাঁস হয়েছে পর্নোগ্রাফি চক্রের। কয়েকমাস আগে এই রাজারহাটেই আর একটি পর্নোগ্রাফি চক্রের অস্তিত্বের কথা জানা গিয়েছিল। রাজদীপ হাজরা নামক এই যুবক অভিযোগ করেন নাসিম আখতার নামক এক ব্যাক্তি তাকে ওয়েব সিরিজে কাজ পাইয়ে দেয়ার নাম করে রাজারহাটের একটি হোটেলে নিয়ে যায় এবং আপত্তিকর দৃশ্যে মেয়েদের সঙ্গে অংশ নিতে বাধ্য করে। পরে সামাজিক মাধ্যমে সেই অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করা হয়। রাজদীপের অভিযোগে নাসিম আখতারকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। তারপর হোটেল কর্তৃপক্ষকে জেরা করে চক্রের অন্য পান্ডাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এরা অনলাইন পর্নোগ্রাফি সাইট খুলে ব্যবসা চালাচ্ছিল