ভারত

ভারতে করোনা কমলেও মৃতের সংখ্যা বেড়েছে

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৯:৫৫ পূর্বাহ্ন

করোনা আক্রান্তের সংখ্যা ভারতে কমতির দিকে হলেও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি স্বাস্থ্যকর্তাদের উদ্বেগের মধ্যে রেখেছে। সোমবার ভারতে রাত ১২টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পাঁচ হাজার ৬৪ জন, মৃতের সংখ্যা ৪৩৯ জন। একদিন আগে ২৩ জানুয়ারি আক্রান্তের সংখ্যা ছিল তিন লক্ষ ৩৩ হাজার ৫৩৩। মৃতের সংখ্যা ছিল ৫২৫। ২২ জানুয়ারি সংক্রমিতের সংখ্যা ছিল তিন লক্ষ ৩৭ হাজার ৭০৪। মৃতের সংখ্যা ৪৮৮। অর্থাৎ ভারতে সংক্রমণ কমছে কিন্তু মৃত্যু হয়েই চলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী চারটি রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত কমছে। এই চারটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, কেরালা, গুজরাট এবং মহারাষ্ট্র। এর মধ্যে কেরালায় সোমবার সংক্রমনে পতন হয়েছে ৪১.৬ শতাংশ। কলকাতাতেও সংক্রমণ বেশ কম। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে যে কেন্দ্র আশা করছে ১৫ ফেব্রুয়ারির পর করোনার তৃতীয় অভিঘাত একদম বিদায় নেবে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মন্ডভ্যা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হচ্ছেন আজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status