বাংলারজমিন

পিপিএম সেবা পদক পেয়েছেন সিলেটের ফয়সল মাহমুদ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৯:২৬ অপরাহ্ন

 ‘রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম- সেবা’ ২০২১ পদক অর্জন করেছেন এসএমপি, সিলেট উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ। পিপিএম-সেবা ২০২০ পদক অর্জন করেছেন মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস ইউনিটের নায়েক সফি আহমদ। অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ফয়সাল মাহমুদকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এসএমপি জানায়, ফয়সাল মাহমুদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সিলেট মহানগরীর যানজট নিরসন, ফুটপাথ দখলমুক্তকরণ, সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) পরিচালনার মাধ্যমে বাংলাদেশ পুলিশসহ সর্বমহলে প্রশংসিত হয়েছেন। গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে এ পদক প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status