দেশ বিদেশ

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

অর্থনৈতিক রিপোর্টার

২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৯:২১ অপরাহ্ন

নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। ইউনূসের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেও একবার ইউনুসের ব্যাংক হিসাব তলব করা হয়। ২০১৬ সালে ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাংক হিসাবের পাশাপাশি এবার ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য চেয়ে সব ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে ব্যাংকগুলোকে গ্রামীণ ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সব ধরনের লেনদেনের বিস্তারিত বিবরণ আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিএফআইইউকে পাঠাতে বলা হয়। কী কারণে ড. ইউনূসের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে চিঠিতে সেটা বলা হয়নি। বিএফআইইউ সূত্র বলছে, তদন্তের প্রয়োজনে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক লেনদেনের তথ্য চায়। কিন্তু ড. ইউনূসের ক্ষেত্রে তেমন কোনো সংস্থা এ ধরনের কোনো তথ্য চায়নি। বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব প্রয়োজনে এই তথ্য চেয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status