দেশ বিদেশ

‘হেল্পলাইন ১০০’ আধুনিকীকরণে চুক্তিবদ্ধ জেনেক্স ও বিটিআরসি

স্টাফ রিপোর্টার

২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৯:২১ অপরাহ্ন

দেশে মোবাইলফোন ব্যবহারকারীদের অভিযোগ দেয়ার প্ল্যাটফরম ‘হেল্পলাইন ১০০’ আরও আধুনিকীকরণে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সম্প্রতি বিটিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে তিন বছর মেয়াদি এই চুক্তিতে স্বাক্ষর করেন বিটিআরসি এবং জেনেক্স ইনফোসিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সারা দেশের গ্রাহকদের কাছ থেকে টেলিকমিউনিকেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য কমপ্লেইন্স ফর টেলিকমিউনিকেশন সার্ভিস (সিটিএস) নামে একটি কল সেন্টার স্থাপন করে বিটিআরসি। সেই থেকে হেল্পলাইন ১০০’তে কল করে সেবা পেয়ে আসছেন  মোবাইল গ্রাহকরা। এ চুক্তিতে বিটিআরসি’র পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপক সাজেদা পারভিন এবং জেনেক্স ইনফোসিসের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার। এ সময় বিটিআরসি  চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্রও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্যাম সুন্দর সিকদার বলেন, হেল্পলাইন ১০০ কে আধুনিকীকরণের জন্য জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এ ছাড়া অভিযোগ গ্রহণের এই প্রক্রিয়ায় স্মার্ট আইভিআর, চ্যাটবক্স এবং হোয়াটসঅ্যাপের মতো সার্ভিসগুলোর সংযোজন গ্রাহকদের অভিযোগ এবং পরামর্শ প্রদানের পথ সহজ করবে। অনুষ্ঠানে হেল্পলাইন ১০০ নিয়ে নানা প্রত্যাশার কথা জানান ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্র, ডিরেক্টর জেনারেল (এসএস ডিভিশন) ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ নাসিম পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনেক্সের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে টেলিকমিউনিকেশন রেগুলেটরদের  যোগাযোগ নিশ্চিত করতে হেল্পলাইন ১০০ একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। দেশে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং নতুন প্রযুক্তির সঙ্গে গ্রাহকের প্রাঞ্জল অভিজ্ঞতা নিশ্চিতকরণে শুরু থেকেই কাজ করে আসছে জেনেক্স ইনফোসিস। বিটিআরসি’র সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে ডিজিটাল সার্ভিস দিতে বিটিআরসি’র সঙ্গে আমরা আরও কাজ করতে চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status