বাংলারজমিন

চাঁদপুরে একদিনে ৮৮ জনের করোনা পজেটিভ শনাক্তের হার ৩৬.৯৭%

চাঁদপুর প্রতিনিধি

২০২২-০১-২৪

চাঁদপুরে এবার একদিনে ৮৮ জনের করোনার শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭২ জন, ফরিদগঞ্জের ৭ জন, হাজীগঞ্জের ৫ জন, মতলব উত্তরের ১ জন, হাইমচরের ১ জন, শাহরাস্তির ১ জন ও মতলব দক্ষিণের ১ জন রয়েছেন।
একই দিনে ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৩৮টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৬.৯৭%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৮০ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ২৪১ জন। এপর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫ হাজার ৫০ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৯ জন। আক্রান্তদের মধ্যে ১ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকিরা হোম আইসোলেশনে আছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status