বাংলারজমিন
ময়মনসিংহ মেডিকেলে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে
২০২২-০১-২৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা করোনায় আক্রান্ত হয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। এদিকে হাসপাতালে পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদরের সাথী (২২) ও সুলতানা পারভীন (৩৮) মারা যান।
গতকাল সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এর মধ্যে করোনা পজেটিভ রোগী ৩০ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুইজন। ডা. মুন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গতকাল সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এর মধ্যে করোনা পজেটিভ রোগী ৩০ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুইজন। ডা. মুন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।