বাংলারজমিন

রূপগঞ্জে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় মামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৪ জানুয়ারি ২০২২, সোমবার, ৮:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত শনিবার সন্ধ্যায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহন ও ক্যামেরা পারসন আহসান উল্লাহ খন্দকারের ওপর হামলা ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সাংবাদিক আল আমিন হক অহন জানান, গত শনিবার সন্ধ্যায় রূপগঞ্জ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সংবাদ সংগ্রহ করে ঢাকায় ফেরার পথে স্থানীয় কাঞ্চন ব্রিজের নিচে তাদের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের পরিচয় নিশ্চিত হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের বাগবেড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানার ওসি এএফএম ছায়েদ বলেন, ‘ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় এসে অভিযোগ করার কিছুক্ষণের মধ্যে আসামি আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি কালাম সরকার ও আসলাম সরকারসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status