বাংলারজমিন

মদনে মাদ্রাসা শিক্ষকের জমি থেকে মাটি কাটার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২২, সোমবার, ৮:৫৭ অপরাহ্ন

নেত্রকোনার মদনে সেই মাদ্রাসা শিক্ষকের জমিতে রাতের আঁধারে মাটি কাটা ও জমি দখলের জন্য চেষ্টা করা হচ্ছে বলে লিখত অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমানের স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, গত ১৪ই জানুয়ারি রাতে কে বা কারা তার জমি থেকে মাটি চুরি করে নিয়ে যায়। সকালে এ খবর পেয়ে স্থানীয়রা এসে একলই এলাকার বসতি মোস্তফা কামাল ওরফে তুহিনের ভিটা ও আশপাশের জায়গায় মাটি দেখতে পায়। জানা যায়, সাইদুর রহমান ও তুহিন বাড়ীভাদেরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে কোর্ট থেকে সাইদুর রহমানের পক্ষে রায় থাকলেও বিবাদীগণ এর কোনো পরোয়া করছে না। এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status