ভারত

১২৫ তম জন্ম জয়ন্তী

ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর হলোগ্রাফিক মুর্তি উদ্বোধন

বিশেষ সংবাদদাতা

২৩ জানুয়ারি ২০২২, রবিবার, ৮:০৫ অপরাহ্ন

কংগ্রেস সরকারগুলি কেন্দ্রে তাদের দীর্ঘকালীন উপস্থিতিতে যা করেনি বা করার সদিচ্ছা দেখায়নি, আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে কেন্দ্রের বিজেপি সরকার তা করে দেখালো। আজ সন্ধ্যায় রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী মোদি উদ্বোধন করেন নেতাজির হলোগ্রাফিক মূর্তির। যতদিন না পর্যন্ত কালো গ্রানাইট পাথরে তৈরি মূর্তিটি তৈরি হবে ততদিন এই হলোগ্রাফিক মূর্তিটি থাকবে ইন্ডিয়া গেটে। ৩০ হাজার লুমেন ফেরক্স এর এই হলোগ্রাফিক মূর্তি  হাই রেজুলেশন এর। স্বচ্ছ এই হলোগ্রাফিক মূর্তি। মূর্তির উদ্বোধন করে মোদি বলেন, নেতাজির আদর্শ অনুসরণ করাটাই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের একমাত্র মাধ্যম। নেতাজির গ্রানাইট মূর্তি তৈরি করছেন শিল্পী অদৈত পদগাঁওকার। তিনি বলেছেন, নেতাজি চরিত্রের  ইস্পাত কাঠিন্যতা বোঝাতে কালো গ্রানাইট ব্যবহার করা হচ্ছে। এদিন নেতাজির জন্মজয়ন্তী উদযাপিত হয় সাড়া দেশে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার পুরোনো দাবি জানান। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেড রোডে নেতাজি প্রতিকৃতিতে মালা দিয়ে মুখ্যমন্ত্রিকে কটাক্ষ করে বলেন, এই দিনটি রাজনীতি করার দিন নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status