বাংলারজমিন

রূপগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৪ জানুয়ারি ২০২২, সোমবার, ৭:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকা ফেরার পথে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলামিন হক অহনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। গতকাল সকালে উপজেলার মুড়াপাড়া বাজার ও মঠেরঘাটস্থ আলাদা কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকরা এ প্রতিবাদ সভা করেন।
রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রেস ক্লাবের সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খলিল সিকদার (ইনকিলাব), সিনিয়র সাংবাদিক ছাত্তার আলী সোহেল (রূপকণ্ঠ), সুশীল সরকার (কালবেলা), সিনিয়র সহ-সভাপতি এ হাই মিলন (যুগান্তর), নজরুল ইসলাম (ভোরের কাগজ), জিএম সহিদ (এশিয়ান টিভি), আহমেদ রাসেল (নিউ এজ) আশিকুর রহমান হান্নান (জিটিভি) এসএম শাহাদাত (কালের কণ্ঠ) জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন), মাহবুব আলম প্রিয় (খোলা কাগজ), সাইফুল ইসলাম (নয়া শতাব্দী), আতাউর রহমান সানী (দেশ রূপান্তর), জাহাঙ্গীর মাহমুদ (ভোরের আকাশ) প্রমুখ।
এদিকে, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেনের সভাপতিত্বে মুড়াপাড়া বাজার এলাকায় ক্লাবের কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মকবুল হোসেন (মাই টিভি) সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ (যুগান্তর), মানবকণ্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক ও আমাদের রূপগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হানিফ মোল্লা, নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি শফিকুল আলম মামুন, বাংলাদেশের খবর পত্রিকা রূপগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক দুলাল, ডেইলি অবজারভার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শাহেল মাহমুদ, এসএ টিভি ও আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি এসএম আবু কাওসার, দৈনিক ভোরের ডাক পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি এ আর ইব্রাহিম, দৈনিক আজকের দর্পণ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মনজুর এলাহী, দৈনিক দিনকাল পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি আলম হোসেন, দৈনিক গণমুক্তি পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হক, দৈনিক সংবাদ চর্চার স্টাফ রিপোর্টার সৈকত খান, জাগরণী টিভির রূপগঞ্জ প্রতিনিধি রিপন সরকার, দৈনিক বাংলার চোখ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান রনি, দৈনিক সোনালী বার্তার রূপগঞ্জ প্রতিনিধি সোহরাব হোসেন সাজিদ, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল কবির, দৈনিক ঢাকা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার হাফেজ মোমেন, দৈনিক অগ্রসর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি ইমন, দৈনিক সরেজমিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি নোয়াব ভূঁইয়া, দৈনিক ভোরের পাতা রূপগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক শুভদিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান, প্রথম সংবাদ-এর ফাহিম বাদশা, জনতার কথার স্টাফ রিপোর্টার মো. রোমান ও আসিক হোসেন প্রমুখ। এর আগে গত শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকায় এলে গাড়ির সাইড নিয়ে বিতর্কের জেরে যমুনার টিভির সাংবাদিকের উপর হামলা করে। পরে ওই ঘটনায় থানায় মামলা রুজুর হওয়ার আধা ঘণ্টার মধ্যে পুলিশ হামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করে। প্রতিবাদ সভার সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না। যমুনা টিভির সাংবাদিক আল আমিনসহ রূপগঞ্জের সাংবাদিক কিংবা অন্য জেলার সাংবাদিকরা সবাই সবার অবস্থানে নিরাপদ থাকবে সরকারের কাছে সেই পরিবেশ দাবি করছি। অতীতে যত সাংবাদিকদের উপর হামলা হয়েছে, হত্যা করা করেছে তাদের দ্রুত বিচার দাবি করছি। বিদ্যালয় থেকে বের করে দেয়া ও হুমকি দেয়ার বিষয়টি এরিয়ে গিয়ে বলেন, মৌলভী শিক্ষক মোস্তফা কামাল বেশি বাড়াবাড়ি করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status