বাংলারজমিন
গঙ্গাচড়ায় ওয়াশ সামগ্রী নিশ্চিতকরণে কর্মশালা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
২০২২-০১-২৪
গঙ্গাচড়ায় বেসরকারি খাতের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত ওয়াশ সামগ্রী সরবরাহ নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে কর্মশালা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ও ইএসডিও কর্তৃক বাস্তবায়নাধীন জানো প্রকল্পের মাধ্যমে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ের উপর উপস্থাপন করেন জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. মাসুদ রানা ও ফিল্ড অফিসার মো. রুহুল আমিন। কর্মশালায় সাংবাদিক আব্দুল বারী স্বপনসহ এসিআই, স্কয়ার, এসএমসি, ব্র্যাক, নারী উদ্যোক্তা এবং স্যানেটারির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।