দেশ বিদেশ

রাজধানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত

স্টাফ রিপোর্টার

২৩ জানুয়ারি ২০২২, রবিবার, ৭:৪০ অপরাহ্ন

রাজধানীর ভাটারার সাইদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কিশোরীর প্রাণহানী ও বেশকিছু ঘর বাড়ী পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকালে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে একান্তে কথা বলেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল। আর্ত মানবতার সেবা ও মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির অন্যতম লক্ষ্য ও আদর্শ। তাই দেশ ও জাতির যেকোন ক্রান্তিকাল ও বিপদ-আপদে আমরা সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সুখে-দুঃখে তাদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করেছি। মানুষের জন্য সে সহানুভূতির অংশ হিসাবেই আমরা আজ আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি।

তিনি বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের উচ্চ সংক্রমনে নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন ও জীবিকা। এমতাবস্থায় কোন মুমিনের পক্ষে উদাসীন থাকার সুযোগ নেই। ইসলাম মানুষের প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শন করার শিক্ষা দিয়েছে। তাই করোনাসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় আমাদেরকে দুর্গত, অভাবী ও অসহায় মানুষের কল্যাণে সামর্থ অনুযায়ি কাজ করতে হবে। হাদিসে রাসূল (সা.) বলা হয়েছে, রাসূল (সা.) বলেছেন, সে ব্যক্তিই আল্লাহর কাছে প্রিয়, যে মানুষের কল্যাণে কাজ করে। তাই মানবকল্যাণের ব্রত নিয়েই আমাদেরকে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি করোনা দুর্গতদের পাশে দাঁড়াতে সকল স্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরী মজলিসে শূরা সদস্য ও ভাটারা থানা আমীর ইঞ্জি: কামাল উদ্দিন আহমদে, সেক্রেটারি রেজাউল করিম ও থানা তরবিয়ত সেক্রেটারি মোঃ মিজানুর রহমান প্রমূখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status