অনলাইন

যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২০২২-০১-২৩

যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনের ওপর হামলাকারী সন্ত্রাসী আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ। গত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে শনিবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় আল আমিন হকের ওপর হামলা করে আমির হোসেন বাবু ও তার সহযোগীরা। এ সময় ছবি ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের ভিডিওজার্নালিস্ট আহসান এবং ক্যামেরার ওপরও হামলা করে তারা। একপর্যায়ে অহনকে উপর্যুপরি আঘাত করতে থাকে সন্ত্রাসীরা। ইট দিয়ে তাকে আঘাত করার চেষ্টাও করে তারা। রাতে এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন অহন।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হূমায়ূন কবির মোল্লা বলেন, সাংবাদিক অহনের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা জানার পরই আমরা খোঁজ-খবর নিই। অহন অভিযোগ দায়েরের পরই মূল হোতাকে গ্রেপ্তার করি। আমির হোসেন বাবুর অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status