বাংলারজমিন

সিদ্ধিরগঞ্জে মলম পার্টির ১০ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৩ জানুয়ারি ২০২২, রবিবার, ৯:০০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টির ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ শাকিল (৩২), মিলন শেখ (৩২), মো. রমজান আলী (২৭), মো. ইমরান হোসেন (২৪), আরিফুল ইসলাম @ ইমরান (৩২), মহসীন খারকোল (৪২), মো. হারুনুর রশিদ লিমন (২২), মো. আমজাদ (৪২), মো. জিয়াউর রহমান (৩০) ও চিত্তরঞ্জন সরকার (৩১)। এ সময় তাদের কাছ থেকে ৫টি বিষাক্ত মলমের কৌটা, ৮০টি মোবাইল ফোন এবং ২৫ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি জানান, র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল জানতে পারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের কতিপয় সদস্য দীর্ঘদিন ধরে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তায় চলাচলরত পথচারীদের আটকে বিষাক্ত মলম চোখে-মুখে মাখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও জখম করে মূল্যবান জিনিস, মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে। এর সত্যতা পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের ওই সক্রিয় ১০ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন সিদ্ধিরগঞ্জ এলাকায় পথচারী, রিকশা আরোহী এবং সিএনজির যাত্রীদের মলম লাগিয়ে তাদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status