খেলা

নেগেটিভ হয়ে অনুশীলনে ফিরলেন সোহান

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি ২০২২, রবিবার, ৮:৪৮ অপরাহ্ন

বিপিএল চলাকালে করোনা আক্রান্ত ক্রিকেটারদের বিশেষ ছাড় দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল গভর্নিং বডি সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আগেই তা জানিয়ে রেখেছেন। কোনো ক্রিকেটার ৬-৭ দিনের মধ্যে দুইবার নেগেটিভ হলেই তাকে খেলার সুযোগ দেয়া হবে। সম্ভবত সেই বিশেষ ছাড়ের প্রথম সৌভাগ্যবান হচ্ছেন নুরুল হাসান সোহান। পরপর দুই দিন নেগেটিভ হয়ে গতকাল বিকালে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে নামেন ফরচুন বরিশালের উইকেটরক্ষক-ব্যাটার। নেটে সোহানকে বোলিং করলেন তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তরুণ ডানহাতি এই পেসার।
গত ১৭ই জানুয়ারি প্রথম করোনা টেস্টে পজেটিভ হন সোহান। তবে ২১শে জানুয়ারির পরীক্ষায় নেগেটিভ আসে ফল। সেদিনই এক বিজ্ঞপ্তিতে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানায় শনিবার আবার পরীক্ষা  করা হবে। গতকালও পরীক্ষায় নেগেটিভ এসেছে। আর বিকালে মাঠে নেমে অনুশীলনে নেমে পড়েন সোহান।
অনুশীলন শেষে সোহান বলেন, ‘আল্লাহর রহমতে নেগেটিভ হয়েছি পরপর দুদিন। এখন সুস্থবোধ করছি। তাই ব্যাটিং অনুশীলন করতে আসা। আশা করছি ইনশাআল্লাহ পরের ম্যাচ খেলতে পারবো।’
আগামী ২৪শে জানুয়ারি মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশার। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় পায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status