বিশ্বজমিন

সাগরে ভাসমান ডিঙি নৌকায় সন্তান জন্ম দিলেন অভিবাসীপ্রত্যাসী মা

মানবজমিন ডেস্ক

২২ জানুয়ারি ২০২২, শনিবার, ৬:১৩ অপরাহ্ন

ডিঙি নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টাকালে সন্তান জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী এক মা৷ স্পেনের সমুদ্ররক্ষীরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছেন৷ ভাল খবর হচ্ছে, নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন৷ বুধবার রাতে স্পেনের ক্যানারি দ্বীপ উপকূলীয় সমুদ্র থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভাসমান এ ডিঙিটিকে উদ্ধার করা হয়৷ ডিঙিটিতে মোট ৬০জন অভিবাসী ছিলেন। তারা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে৷ এ খবর দিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন৷ ছোট ছোট রাবারের ডিঙিতে চড়ে এসকল যাত্রা অত্যন্ত ঝুঁকিপুর্ণ৷ প্রায়ই নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটে৷ স্পেন, ইতালি, গ্রিস এবং লিবিয়ার উদ্ধারকারীরা বিভিন্ন সময়ে বিপজ্জনক অবস্থায় নৌকায় ভাসমান অভিবাসীদের উদ্ধার করে। বুধবার উদ্ধার করা নৌকায় ৬০ জন অভিবাসীর এ দলটি যাত্রা করছিল৷ পথিমধ্যে ডিঙিতে থাকা এক নারী সন্তান জন্ম দেন৷  পরে উদ্ধারকৃত অভিবাসীদের গ্রান তারজালা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিবাসীদের নিয়ে কাজ করা স্পেনের বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রনটেয়ার্সের কর্মকর্তা হেলেনা মালেনো অভিবাসী মাকে ‘সাহসী’ উল্লেখ করেন জানান তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status