বাংলারজমিন

কিশোরগঞ্জের ১১ পাঠাগারে বই উপহার

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২২ জানুয়ারি ২০২২, শনিবার, ৯:২৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে ১১টি পাঠাগারে পাঁচ শতাধিক বই উপহার দিয়েছে নদীরক্ষা সংগঠন রিভার বাংলা। গতকাল বিকালে জেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এ বই উপহার অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক লেখক-গবেষক মুআ লতিফ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল। রিভার বাংলা’র সমন্বয়ক লেখক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, কবি নূরে মালেক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শ্রমিক নেতা আবদুর রহমান রুমী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম, কবি আমিনুল ইসলাম সেলিম প্রমুখ। অনুষ্ঠানে রিভার বাংলার পক্ষ থেকে উপহার হিসেবে জেলার ১১টি পাঠাগারে পাঁচ শতাধিক বই হস্তান্তর করা হয়। বই উপহার পাওয়া পাঠাগারগুলো হচ্ছে- জেলা পাবলিক লাইব্রেরি, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, এডভোকেট শেখ নূরুন্নবী বাদল পাঠাগার ও সংগ্রহশালা, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার, বাতিঘর পাঠাগার, কবি আইয়ূব বি হায়দার পাঠাগার, জ্ঞানতীর্থ পাঠাগার, বাদশাহ ভূঁইয়া স্মৃতি পাঠাগার, জিয়াউল হক বাতেন পাঠাগার, কবি নূরে মালেক স্মৃতি পাঠাগার এবং সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসা পাঠাগার। অনুষ্ঠানে লেখক, কবি, সাহিত্যিক, গ্রন্থপ্রেমী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status