এক্সক্লুসিভ

রামকৃষ্ণ মিশন, ধর্মরাজিক বৌদ্ধ বিহারে শীতার্ত মানুষদের সহায়তা করতে কম্বল তুলে দিলো আঞ্জুমান

স্টাফ রিপোর্টার

২০২২-০১-২২

দেশের প্রাচীনতম স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠাতন আঞ্জুমান মুফিদুল ইসলাম প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে। গত ২০শে জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য রামকৃষ্ণ মিশন গোপীবাগ, ঢাকায় ২৫০টি এবং ধর্মরাজিক বৌদ্ধ বিহার মুগদা, ঢাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিতরণের জন্য ২৫০টি কম্বল প্রদান করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ হতে কম্বল হস্তান্তর করেন সংস্থার ট্রাস্টি ও সহ-সভাপতি এবং কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্‌শ। এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলামের উপ-পরিচালক (সেবা) মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আঞ্জুমান মুফিদুল ইসলাম এ বছর ২৮টি জেলা শাখার মাধ্যমে ৫৭৪০টি এবং এ সংস্থার পরিচালনা পরিষদের সদস্যদের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ৪৪৭৫টি কম্বল গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করেছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status