ভারত
সমীক্ষা
অর্ধেকের বেশি ভোট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মোদি, ধারে কাছে কেউ নেই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২২-০১-২১
ভারতের জনপ্রিয় সংবাদপত্র ও টেলিভিশন গ্রুপ ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন সমীক্ষায় দেশটির প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নরেন্দ্র মোদি অর্ধেকের বেশি ভোট পেয়ে প্রথম পছন্দ হিসেবে চিহ্নিত হয়েছেন। মোদি পেয়েছেন ৫২.৫ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল গান্ধী ধারে কাছে নেই। রাহুল পেয়েছেন ৬.৮ শতাংশ ভোট। যাকে মোদির লড়াইয়ে কাঁটা বলে মনে করা হচ্ছিলো সেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় আছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নবম স্থানে। তার আগে রয়েছেন- যোগী আদিত্যনাথ, অমিত শাহ, প্রিয়াঙ্কা গান্ধী, নিতিন গডকরি, অরবিন্দ কেজরিওয়াল ও সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী তো দ্বিতীয় স্থানে আছেনই। মুড অব দ্য নেশন জানাচ্ছে যে, কৃষক আন্দোলন সত্ত্বেও মোদির এই জনপ্রিয়তা ২০২৮ সাল পর্যন্ত চলবে। বিজেপির কেন্দ্রীয় সরকারের প্রতিও জনগণের আস্থা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে মুড অব দ্য নেশন-এ বিজেপি সরকারকে ৫৩ শতাংশ ভোট দিয়েছিল ভারতীয় জনতা। এবার তা বেড়ে ৭০ শতাংশ হয়েছে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ওপর সন্তুষ্ট নয় মুড অব দ্য নেশন।