অনলাইন

বাংলাদেশ কংগ্রেস’র বিবৃতি

নির্বাচন কমিশনার গঠন আইন সংবিধান পরিপন্থী

স্টাফ রিপোর্টার

২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, ৬:৫৩ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২-কে সংবিধানপরিপন্থী বলে অভিহিত করেছে বাংলাদেশ কংগ্রেস। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির মহাসচিব এড মো. ইয়ারুল ইসলাম বলেন, আইনটি সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত নির্দেশনা অসুসারে করা হচ্ছে না। এখানে বড় ধরণের ফাঁক আছে। কেননা সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইনে প্রণয়নের কথা বলা হয়েছ। কিন্তু প্রস্তাবিত আইনে শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের কথা বলা হচ্ছে, আইনটির নামেই যা বোঝা যায়।
বিবৃতিতে বলা হয়, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে আইনটির নাম “নির্বাচন কমিশন আইন” হওয়া বাঞ্চনীয়। সেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার গঠনসহ কমিশন পরিচালনা, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, তাদের সুযোগ-সুবিধা ও কাজের শর্তাবলী সম্পর্কে সুনির্দিষ্ট বিধান থাকতে হবে। তাছাড়া নির্বাচন পরিচালনা ও রাজনৈতিক দলগুলোকে দেখভাল করা সংক্রান্ত বিষয়গুলোও সেখানে সন্নিবেশিত থাকতে হবে। এক্ষেত্রে সংবিধানের সপ্তম ভাগে প্রদত্ত বিধানাবলী অনুসরণসহ সংবিধান ও অন্যান্য প্রয়োজনীয় আইন সংশোধনের বিধান রাখতে হবে।
তিনি বলেন, আইনটির মূল উদ্দেশ্য হতে হবে দেশে একটি স্থায়ী ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা। সেটি না করে সরকার যেভাবে আইনটি প্রণয়ন করতে যাচ্ছে তাতে নির্বাচন বা ভোটাধিকার প্রশ্নে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। এখানে যে পদ্ধতিতে নির্বাচন কমিশনার নিয়োগের বিধান করা হচ্ছে তাতে বিদ্যমান অবস্থার কোন উত্তরণ ঘটবে না, বরং এটি একটি কালো আইন হয়ে জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে চেপে বসবে। ইতিপূর্বে আইন সচিব বরাবর প্রেরিত বাংলাদেশ কংগ্রেস প্রস্তাবিত “নির্বাচন কমিশন গঠন আইন”-এর খসড়ার আলোকে আইন প্রণয়ন করতে বিবৃতিতে দাবী জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status