বিশ্বজমিন

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২৮

মানবজমিন ডেস্ক

২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, ৫:২৮ অপরাহ্ন

পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরে একটি বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। বৃহস্পতিবার লাহোরের একটি ব্যস্ত মার্কেটে এ হামলা হয়। এ খবর দিয়েছে এনডিটিভি।
হামলার পর তদন্ত চালু করেছে লাহোর পুলিশ। পুলিশের মুখপাত্র রানা আরিফ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি টাইম-বোমা ছিল। এটিকে একটি মটোরসাইকেলের সঙ্গে বেঁধে ঘটনাস্থলে রেখে যাওয়া হয়। বিস্ফোরণের পর আশেপাশের ভবনগুলোর জানালাগুলো ভেঙ্গে পড়ে। যে মার্কেটে বিস্ফোরণটি হয় সেই আনারকলি মার্কেট মূলত ভারতীয় পণ্য বিক্রির জন্য পরিচিত। লাহোরের কমিশনার মুহাম্মদ উসমান জানিয়েছেন, বেলুচিস্তানের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অপরাধীদের খুঁজে দ্রুত আইনি ব্যবস্থা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status