অনলাইন

শিক্ষকদের সামনে তিলে তিলে শেষ হচ্ছেন শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, ১১:২৩ পূর্বাহ্ন

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরতরা পানিসহ কোনো ধরনের খাবার গ্রহণ না করায় শিক্ষকদের সামনেই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। শিক্ষকবৃন্দ অভিভাবক হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত করতে পারছেন না। ধাপে ধাপে আলোচনার প্রস্তাব নিয়ে এসেও ব্যর্থ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।
গত বুধবার বিকেল ৩টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা একফোঁটা পানিও পান করবে না, এমন দৃঢ় প্রতিজ্ঞায় তিনদিন অতিবাহিত হলেও শুধুমাত্র সেলাইন দিয়ে শিক্ষার্থীদের বাঁচিয়ে রাখা হয়েছে। তীব্র শীতের মধ্যেও ভিসির বাস ভবনের সামনে একরোডে অনশনকারীসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছেন।

বৃহস্পতিবার দুপুর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাদের। ফলে মুমূর্ষু অবস্থায় ৮ শিক্ষার্থীকে সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজন ছাত্রী ও ছয়জন ছাত্র রয়েছে।

এদিকে কয়েক দফায় শিক্ষকবৃন্দ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করছেন এবং অনশন ভাঙানোর জন্য অনুরোধ করছেন কিন্তু শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল এসেও তাদের সাথে সহমর্মিতা প্রদর্শন করেন এবং আবাসিক হল ও বাসায় ফিরে যেতে বলেন কিন্তু এতেও সাড়া মেলেনি শিক্ষার্থীদের।
আন্দোলনকারী শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, অনেকক্ষণ না খেয়ে থাকলে ডিহাইড্রেশনের সাথে সাথে সোডিয়াম পটাশিয়াম লেভেল নেমে যেতে থাকে। কাজল দাশের ক্ষেত্রে তা এতটাই নেমে গেছে যে অত্যধিক মাত্রায় মাসল পুল ও মাসল শ্রিংক করায় তার শরীরের নড়াচড়া বন্ধ হয়ে যায় ও হাসপাতালে নিতে হয়।

এদিকে আবার একজনের ব্লাড প্রেশার নেমে গেছে অনেক, বমির উদ্রেক, গ্লুকোজ ও সুগার লেভেল নেমে যাওয়াতো আছেই। শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়েছে। মোটামুটি সবাইকেই ক্যানোলার মাধ্যমে লিকুইড স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে। অনশনকারী ২৪ জনের মধ্যে আটজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের গুরুতর সমস্যা দেখা না দিলেও দুর্বলতা আর ব্লাড প্রেশার নেমে যাওয়ার সমস্যা আছেই। কিন্তু অনশন ধরে রেখেছে তারা।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পাসে মশাল মিছিল বের করেছে। সহস্রাধিক বিক্ষোভকারীর অংশগ্রহণে মিছিলটি ভিসির বাস ভবনের থেকে শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও অনশনস্থলে আসে। এসময় শিক্ষার্থী ভিসি বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা।

পরবর্তীতে রাত ৩টায় মুক্তমঞ্চে ভিসির কুশপুত্তলিকা দাহ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনশনকারী শিক্ষার্থীদের কিছু হলে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়ভার নিতে হবে।
এদিকে গত রোববার শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পর থেকেই ভিসির বাস ভবনের সামনে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status