বাংলারজমিন

আগুনের লেলিহান শিখায় বাঁশখালীর ২১ পরিবার নিঃস্ব

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৯:১২ অপরাহ্ন

 চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটের সময় উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব-মনকিচর মোহাব্বত আলী পাড়া হরন্নিছার বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ২১ পরিবারের প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয়রা জানান, শাহ্‌ আলমের রান্না ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে চতুর্থদিকে। এ ব্যাপারে শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি দ্রুত ওই এলাকায় গিয়ে পৌঁছি। এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ইতিপূর্বে আমি বাঁশখালীতে তেমন দেখিনি। ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার সর্বস্ব হারিয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রহিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১১টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী নগদ আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status