বাংলারজমিন

কিশোরগঞ্জে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৯:১১ অপরাহ্ন

 ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং বিধিমালা অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবিতে কিশোরগঞ্জের ৮৩টি ইউনিয়ন ভূমি অফিসে করোনা পরিস্থিতিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৭ই জানুয়ারি থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করছে। এর আগে গত ৬ই জানুয়ারি দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন নেতৃবৃন্দ। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুখরঞ্জন রায়, মহিলা সম্পাদিকা সেলিনা ইয়াসমিন, নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবীর, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যোতির্ময় রায়, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ভূঞা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানসহ অন্য নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীতকরণসহ নিয়োগ বিধি প্রশাসনিক সকল কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ২০১৩ সালের ৩০শে মে অর্থ মন্ত্রণালয় থেকে অফিস স্মারক জারি করা হয়। এর আলোকে ভূমি মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে বেতন নির্ধারণ ও উত্তোলনের মাধ্যমে বাস্তবায়ন হয়। কিন্তু পরবর্তীতে ২০১৩ সালের ২৫শে জুলাই অনাকাঙ্ক্ষিত ভাবে ভূমি মন্ত্রণালয় থেকে স্মারকের মাধ্যমে এটি স্থগিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১৭ই আগস্ট ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ নিয়োগবিধির গেজেট প্রকাশিত হয় যা ভূমি মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৩ই সেপ্টেম্বরের স্মারকে কার্যকর করার জন্য সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়। কিন্তু অদ্যাবধি সেটি বাস্তবায়িত হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status