বাংলারজমিন

জয়পুরহাটে বাল্যবিবাহ রেজিস্ট্রি করায় কাজী ও তার সহকারী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৮:৪৯ অপরাহ্ন

 জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৫ বৎসরের এক যুবকের সঙ্গে বিবাহ রেজিস্ট্রি করার অভিযোগে আব্দুর রউফ চঞ্চল (৩৮) নামে কাজী ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল (৫২)কে গ্রেপ্তার করছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, ১২ই ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে জয়পুরহাট শহরের টুকুর মোড় এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের সঙ্গে রেজিস্ট্রি মূলে বিবাহ রেজিস্ট্রি করেন আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল। ঘটনাটি পরদিন ওই স্কুলছাত্রী তার প্রধান শিক্ষককে খুলে বললে এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেয়ার বিষয়টি আমলে নিয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার বাদী হয়ে ১৮ই জানুয়ারি সদর থানায় বর জাহিদ হোসেন, কাজী চঞ্চল, তার সহকারী দুলাল ও ধানমণ্ডি মহল্লার বাসিন্দা অর্থাৎ স্কুলছাত্রীর খালা ফারুক হোসেনের স্ত্রী আমেনা বেগম (৪২) ও তার নানা একই মহল্লার বাসিন্দা মজিবর রহমান ভাদু (৫৮)কে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ উল্লেখিত কাজী ও তার সহকারীকে মঙ্গলবার রাতে পাচুরচক ও ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে পুিলশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status