বাংলারজমিন

মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে জন্ম নেয়া সুরাইয়ার চিকিৎসা চলছে সাভার সিআরপিতে

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ৮:৫৫ অপরাহ্ন

২০১৫ সালের ২৩শে জুলাই মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের সমর্থকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে জন্ম নিয়েছিলেন শিশু সুরাইয়া। বর্তমানে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তার চিকিৎসা শুরু হয়েছে সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। গতকাল থেকে তিন ধরনের থেরাপির মাধ্যমে তার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন সিআরপির শিশু বিভাগের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. নাজমুল হাসান। এর আগে শিশু সুরাইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে সাভারে সিআরপিতে ভর্তি করানো হয়। সিআরপির দেয়া তথ্য মতে, একটি প্যাকেজের আওতায় ১৪ দিন এই চিকিৎসা সেবা দেয়া হবে সুরাইয়াকে। এ সময়ের মধ্যে তাকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ ল্যাংগুয়েজ থেরাপি দেয়া হবে। এর পাশাপাশি তার পরিবারকে ফিজিও থেরাপি দেয়ার পদ্ধতিও শিখিয়ে দেয়া হবে। এছাড়া প্রয়োজনীয় ডিভাইস প্রদান করা হবে যার মাধ্যমে বাড়িতেই ফিজিও থেরাপি দিতে পারবেন পরিবারের সদস্যরা। সিআরপি’র শিশু বিভাগের ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট নাজমুল হাসান বলেন, সোমবার শিশু সুরাইয়াকে সিআরপিতে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ চিকিৎসা শেষে তাকে সিআরপি বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হবে। এসময় তার পরিবারকে ফিজিও থেরাপি দেয়ার পদ্ধতি ও এর খুঁটিনাটি শিখিয়ে দেওয়া হবে। যাতে পরবর্তীতে পরিবারের লোকজন বাড়িতেই এই থেরাপি দিতে পারেন। এজন্য প্রয়োজনীয় ডিভাইসও সরবারাহ করা হবে। তবে প্রতি মাসে একবার হলেও ফলোআপ করতে হবে। অর্থাৎ মাগুরা কাছাকাছি পাবনায় সিআরপির সাব সেন্টার অথবা সাভারে ফলোআপ দেখাতে পারবেন। এ সময় তিনি আরও বলেন, জন্মের পর থেকে সুরাইয়ার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। সে এখনো দাঁড়াতে পারে না। ডান পা ও ডান চোখে সমস্যা একটু বেশি। তবে মাগুরার প্রতিবন্ধী ফাউন্ডেশন সেবা কেন্দ্রে ফিজিও থেরাপি নিলেও তার সম্মিলিত চিকিৎসা প্রয়োজন বলে জানান এই চিকিৎসক। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩শে জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন এক পক্ষের নেতা কামরুল ভূঁইয়ার ভাবী অন্তঃসত্ত্বা নাজমা বেগম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status