বাংলারজমিন

ভোলাগঞ্জে পিতার পথ ধরে জনসেবক হতে মাঠে ফরহাদ হোসেন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ৭:৫৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চমক দেখাতে চান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী হওয়া ফরহাদ হোসেন। তার পিতা ফারুক আহমদ ছিলেন অবিভক্ত ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান। তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত জনগণের সেবা করে গেছেন। জনপ্রতিনিধি পিতার সূত্র ধরে এবার  চেয়ারম্যান হতে চান ফরহাদ হোসেন। ইতিমধ্যে তিনি ভোটের মাঠে পেয়েছেন সাড়াও। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের কাছে তাকে নিয়ে আগ্রহ বেশি। সিলেটের কোম্পানীগঞ্জে ৫টি ইউনিয়নে নির্বাচন হয়েছে দ্বিতীয় দফায়। আইনি জটিলতার কারণে এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে সব জটিলতা কাটিয়ে পর্যটন এলাকা ভোলাগঞ্জের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩১শে জানুয়ারি হবে নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান হতে ইতিমধ্যে প্রার্থী হয়েছেন প্রায় ৯ জন। এর মধ্যে  নৌকা প্রতীকে নির্বাচন করছেন আলকাস আলী। স্বতন্ত্র পদে নির্বাচন করছেন অন্যরা। ভোটাররা জানিয়েছেন, পর্যটন ও ব্যবসা- বাণিজ্যের অন্যতম তীর্থ স্থান হচ্ছে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন। এখানে রয়েছে পর্যটন এলাকা সাদা পাথর। আমদানি-রপ্তানির অন্যতম দ্বার ভোলাগঞ্জ স্থলবন্দর। এ ছাড়া পাথরকেন্দ্রিক ব্যবসা রয়েছে। ফলে যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন। যার হাত ধরে ভোলাগঞ্জ এগিয়ে যাবে তিনিই হবেন আগামী দিনের জনপ্রতিনিধি। চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন জানিয়েছেন, ‘পশ্চিম ইসলামপুর ইউনিয়নের মানুষের সেবা আমার পিতা করে গেছেন। এরপর থেকে সামাজিকভাবে আমার পরিবার মানুষের পাশে রয়েছে। স্থানীয় ব্যবসায়ী নেতা হিসেবে আমি ব্যবসায়ীদের সেবা করছি। আশা করি, এলাকার মানুষ আমাকে হতাশ করবেন না। সুখে-দুঃখে পাশে থাকার রায় ব্যক্ত করবেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status