খেলা

লীগে বিদেশি রেফারি!

স্পোর্টস রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন

লীগ কমিটির আগের সভায় বিদেশি রেফারি আনার বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন আব্দুস সালাম মুশের্দি। সপ্তাহ খানেকের ব্যবধানেই  তিনি তার সেই সুর পাল্টে ফেলেছেন। সভাপতি কাজী সালাউদ্দিন বিদেশি রেফারি নিয়ে ইতিবাচক মন্তব্য করার পরই সুর পাল্টান বাফুফের এই কর্মকর্তা কয়েকদিন আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি প্রতিনিধি দল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশি রেফারি আনার দাবি করেন । পরে বাফুফে সভাপতিও গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দক্ষিণ এশিয়ার রেফারিদের দিয়ে পরিচালনার প্রস্তাবটি যৌক্তিক বলে মত দেন। সভাপতির এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি বলেন, ‘দেশি রেফারি আমাদের তৈরি করতে হবে। দেশি রেফারিদের প্রতি আমাদের আস্থাও রাখতে হবে। সভাপতি মহোদয় যেহেতু বলেছেন, নিশ্চয়ই তিনি ভেবে চিন্তেই বলেছেন। বিদেশি রেফারির বিষয়টি ভাবা যেতে পারে।’  রেফারিংয়ের পাশাপাশি একটি ক্লাবের আবেদন ছিল বাফুফে নির্বাহী সদস্যরা যেন ক্লাবের পরিচয়ে ডাগআউটে দাঁড়াতে না পারে। ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া লীগে নির্বাহী সদস্যের ডাগ আউটে প্রবেশাধিকার থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে সালাম বলেন, ‘এটি বন্ধ ছিল। এখন আবার আছে। এই বিষয়ে সভাপতির সঙ্গে আলোচনা করেছি। তিনি বিষয়টি নির্বাহী কমিটিতে তুলতে বলেছেন। নির্বাহী কমিটির সভায় নির্বাহী সদস্যরা ডাগআউটে থাকতে পারবেন কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।’ সামপ্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে কয়েকটি বড় শোকজের ঘটনা ঘটেছে। সেই শোকজের প্রক্রিয়া ও সিদ্ধান্ত নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফেডারেশনের এই কর্মকর্তা বলেন, এটি আইনী বিষয়। এই ব্যাপারে আমার মন্তব্য করা সমীচীন হয় না।
সভাপতি যেহেতু সংগঠনের প্রধান ও অফিস পরিচালনা করেন সাধারণ সম্পাদক, তারা দুই জনই মূলত এই বিষয়ে ভালো বলতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status