দেশ বিদেশ

মালয়েশিয়ায় প্রতারণার অভিযোগে নাবিস্কো ভাইয়া গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মালয়েশিয়া প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৭:২৩ অপরাহ্ন

সময়মতো কন্টেইনার গ্রহণ অথবা ফেরত না দেয়ায় আর্থিক ক্ষতির অভিযোগ এনে বাংলাদেশি কোম্পানি ভাইয়া গ্রুপ (আরাফাত  ট্রেডিং)-এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়ার মাহিমা ইন্টারন্যাশনাল এসডিএন, বিএইচডি’র স্বত্বাধিকারী  মোহাম্মদ আজম বিন হাসবি। সোমবার (১৭ই জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে লিখিত অভিযোগ পড়ে  শোনান। এর আগে একই অভিযোগে স্থানীয় থানায় ভাইয়া গ্রুপের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে লিখিত অভিযোগ করেন ঐ মালয়েশিয়ান নাগরিক।
লিখিত অভিযোগে মোহাম্মদ হাসবি বলেন, বাংলাদেশি  কোম্পানি ভাইয়া গ্রুপ (আরাফাত ট্রেডিং)-এর সঙ্গে মালয়েশিয়া থেকে পণ্য আমদানি-রপ্তানির জন্য আমার কোম্পানি মাহিমা ইন্টারন্যাশনাল এসডিএন, বিএইচডি’র ম্যানেজার  মোহাম্মদ নাঈম হোসেনের মাধ্যমে চুক্তিবদ্ধ হই। চুক্তির পর মালয়েশিয়ার সকল প্রক্রিয়া মেনে ২৯শে মার্চ ২০২১ তারিখে ১৫ টন গুঁড়োদুধ (যার বাজারমূল্য ৩৪১৫০ ইউএসডি) মালয়েশিয়ার পোর্ট ক্লাং  থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়। যার এলসি নং (০৯৯৮২০০১১৯৮৪)।
গুঁড়োদুধের কন্টেইনার চট্টগ্রাম বন্দরে পৌঁছালে শুরুতেই তা শিগগিরই খালাস করা হবে বলে আশ্বস্ত করেন ভাইয়া গ্রুপ (আরাফাত ট্রেডিং) মালয়েশিয়ার সমন্বয়ক  মোহাম্মদ সামির খান। কিন্তু পরবর্তীতে সমন্বয়ক সামির ও ভাইয়া গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তারা বিষয়টি সুরাহা না করে ঝুলিয়ে রাখে।
 গেল ৮ মাসেও মালয়েশিয়া  থেকে পাঠানো এ পণ্য গ্রহণ ও ফেরত না দেয়ায় আইনি পদক্ষেপ, কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করতে বাধ্য হন বলে জানান মোহাম্মদ আজম বিন হাসবি নামে ঐ মালয়েশিয়ান নাগরিক।
সংবাদ সম্মেলনে মাহিমা ইন্টারন্যাশনাল এসডিএন বিএসডি’র   অংশীদার রাসেল রানা অভিযোগ করে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বিষয়টি সমাধানের কিন্তু ভাইয়া গ্রুপ (আরাফাত  ট্রেডিং) কর্তৃপক্ষের তরফ  থেকে আমরা কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়েছি আইনি পদক্ষেপ নেয়ার। বিষয়টি নিয়ে গ্রুপের  চেয়ারম্যান মারুফ সাত্তার আলির সঙ্গেও কথা বলেছি। এ ধরনের ঘটনায় দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব  ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
বিষয়টি সুনজরে এনে দ্রুতই সমাধানে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন রাসেল রানা। তিনি বলেন, ভবিষ্যতে যাতে কেউই এ ধরনের প্রতারণার শিকার না হয় সে বিষয়ে বাংলাদেশ সরকারের নজরদারি বাড়ানো উচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status