বাংলারজমিন

ডা. যোসেফ মেমোরিয়াল হাসপাতাল মানিকগঞ্জে ভুল চিকিৎসায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৮:৫৫ অপরাহ্ন

মানিকগঞ্জের সদর উপজেলার ডা. যোসেফ মেমোরিয়াল হাসপাতালের ডা. আরিফুর রহমানের বিরুদ্ধে ভুল চিকিৎসায় সাগর খান (২১) নামের এক সদ্য কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের বাড়ি জয়নগর গ্রামের মাঝিপাড়া এলাকার হারুন খানের বড় ছেলে। নিহতের পিতা হারুন জানান, গত ১৫ই জানুয়ারি বিকালে পৌরসভার জয়নগরের ডা. যোসেফ মেমোরিয়াল হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য ভর্তি করি। পরে সন্ধ্যার পরে সার্জারি ডা. মো. আরিফুর রহমান অপারেশন থিয়েটারে অপারেশন শুরু করেন। কিছু সময় পরে বলেন- আপনার ছেলের অক্সিজেন কমে যাচ্ছে, আইসিইউ দরকার। ঢাকার সাভারে নিতে হবে। পরে ডাক্তার সহ রোগীর স্বজনরা সাভারের সুপার ক্লিনিকে নিয়ে আইসিইউতে রাখে। রোববার দিবাগত তিনটার দিকে রোগী মারা যান। তিনি জানান, অপারেশন থিয়েটারে আমার ছেলেকে অজ্ঞানের জন্য অ্যানেস্থেসিয়া দেয়ার পর কাটতে গেলে ব্যথা পায়। পরে আরও অ্যানেস্থেসিয়ার পর আমার ছেলের অবস্থা খারাপ হতে থাকে। অতিরিক্ত অ্যানেস্থেসিয়া ও চিকিৎসকের ভুল চিকিৎসায় আমার ছেলে মারা গেছে। সুষ্ঠু তদন্ত করে আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এবিষয়ে জানতে হাসপাতালে গেলে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে অ্যানেস্থেসিয়া চিকিৎসক মমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। চিকিৎসক আরিফুর রহমান জানান, শরীরে অক্সিজেন কমে আসছিল। হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status